মেহেরপুরে ষষ্ঠ জাতীয় হাঁটা দিবস পালিত।

ষষ্ঠ জাতীয় হাঁটা দিবস উপলক্ষে মেহেরপর সদর উপিজেলার  কাঁঠালপোতা গ্রামের একদল যুবক মেহেরপুর জেলা শাখা Bangladesh Walking Club এর পক্ষ থেকে এই যাত্রা শুরু করেন। তারা বারাদী বাজার থেকে এই যাত্রা শুরু করে মেহেরপুর সদর প্রজন্ত আসেন। বাংলাদেশ ওয়াকিং ক্লাব ৬ষ্ঠ জাতীয় হাঁটা দিবস ২০২২ উদযাপন করা হচ্ছে। তাদের স্লোগান হলো, সুস্থ রাখতে দেহ যন্ত্র, হাঁটাই হোক মূলমন্ত্র। বাংলাদেশ ওয়াকিং ক্লাব মূলত জানুয়ারির ২য় শনিবার জাতীয় হাঁটা দিবস উদযাপন করা হয়ে থাকে ।


(মেহেরপুর পোস্ট)

Post a Comment

নবীনতর পূর্বতন