ফরিদপুরে পাসপোর্ট অফিসের ৫ দালাল আটক

 ফরিদপুরে জেলা ডিবি পুলিশের অভিযানে পাসপোর্ট অফিসের দালাল চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পাসপোর্টের অবৈধ লেনদেনের হিসাবের ৫টি খাতা, পাটপোর্টের টাকা জমা দেওয়ার চালান, দুইটি মনিটর, নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে শুক্রবার বেলা ১১টার সময়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এই সকল তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা। এসময় উপস্থিত ছিলেন, ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম। 

আটকৃতরা হলো, নাদিম হাসান, তারিকুর রহমান, রাব্বি মোল্লা, আল আমিন শেখ এবং মোজাম্মেল হোসেন শিমুল।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটকৃতরা দীর্ঘ দিন ধরে মানুষদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ নিয়ে পাসপোর্ট অফিসের দালালি করতো। এমনকি কোন ব্যক্তি তাদের চাহিদা অনুযায়ী অর্থ না দিলে তাকে আটকে রেখে নির্যাতন করতো।

তিনি বলেন, নগরকান্দার থানার জুলহাস সিকদার নামে এক ব্যক্তির কাছ থেকে অভিযোগ পেয়ে বিষয়টি প্রাথমিক তদন্তে সত্যতা মিললে আমরা অভিযান পরিচালনা করি। পরে তাদের আটক করা হয়। আজ শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

তিনি বলেন, এই ঘটনায় জুলহাস সিকদার বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা করেছেন, সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন