বাড্ডায় কিশোরীর আত্মহত্যা


  বাড্ডায় কিশোরীর আত্মহত্যা  রাজধানীর দক্ষিণ বাড্ডার কাঁচাবাজার এলাকায় আদিবা আক্তার (১৩) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।  ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ বাড্ডা এলাকার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল আদিবা।

নিহতের বাবা আব্দুর জব্বার ঢাকা পোস্টকে বলেন, আমি মিরপুর এলাকায় নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করি। ডিউটি শেষে বাসায় এসে দেখি ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আমার মেয়ে ঝুলে আছে। পরে আমি ও আমার ছেলে রোহান দ্রুত তাকে ঢামেক নিয়ে যাই। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক আদিবাকে মৃত ঘোষণা করেন।  কিছুদিন আগেই আদিবার মা মারা যান বলেও জানান তিনি।  তিনি আরও বলে, কী কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে বিষয়টি আমি জানি না। বর্তমানে আমরা দক্ষিণ বাড্ডার কাঁচা বাজার এলাকার ১২২/বি নম্বর নূর মোহাম্মদের বাসায় ভাড়া থাকি। আমাদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।  বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন