মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে মিনারুল ইসলাম (৪০) নামের দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ এ আদেশ দেন। রেজাউল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খরদ গ্রামের সোনা উল্লাহ মণ্ডলের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার কুণ্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় চারটি পাসপোর্টসহ রেজাউল ইসলামকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিনারুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন