ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-লালবাগ) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে ডিবি লালবাগ বিভাগের এডিসি মো. সাইফুর রহমান আজাদকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে পাঠানো হয়েছে। বদলির কারণ উল্লেখ না করলেও আদেশে ‘জনস্বার্থে’ শব্দটি উল্লেখ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনারের পৃথক একটি আদেশে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন