ওমিক্রন রোধে নতুন টিকা আনছে ফাইজার

 

করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন রোধে নতুন টিকা আনতে যাচ্ছে ফাইজার। এরই মধ্যে নতুন টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে বলে জানিয়েছে সিএনএন। পরীক্ষামূলক প্রয়োগে অংশগ্রহণকারীদের তিন ভাগে ভাগ করে প্রয়োগ করা হচ্ছে নতুন এ টিকা।

ফাইজার-বায়োএনটেকের নতুন টিকা কতটা নিরাপদ এবং ওমিক্রন ঠেকাতে কতটা কার্যকর, তা জানতে ১৮ থেকে ৫৫ বছর বয়সী প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবকের ওপর চলছে পরীক্ষামূলক প্রয়োগ। এ ক্ষেত্রে তিন থেকে ছয় মাস আগে যারা ফাইজারের বর্তমান টিকার দুটি ডোজ নিয়েছেন, তাদেরকে বুস্টার হিসেবে দেয়া হচ্ছে নতুন টিকা। আর যারা এখন পর্যন্ত কোনো কোভিড টিকাই নেননি, তাদের দেয়া হচ্ছে ওমিক্রন ঠেকানোর নতুন টিকার ৩টি ডোজ।

চিকিৎসকরা বলেছেন, ওমিক্রনের উপসর্গ কিছুটা মৃদু হলেও কোভিড পরবর্তী উপসর্গ মোটেও পূর্ববর্তী রূপগুলির থেকে কমজোর নয়। বরং কিছু ক্ষেত্রে বয়ে আনতে পারে ভয়াবহ জটিলতা। তারা আরও জানিয়েছেন, করোনার যে কোন ধরন দীর্ঘস্থায়ী হলে, পরিবর্তিত রূপ হতে পারে আরও ভয়ঙ্কর।

করোনার নতুন ধরন ওমিক্রনের আবির্ভাবের পর দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ।তৃতীয় ঢেউয়ের শুরুতেই আক্রান্তের হার ভেঙ্গেছে বিগত সব ধরনগুলোর রেকর্ড।

এদিকে ওমিক্রন সংক্রমণের প্রভাব আক্রান্ত ব্যক্তির ওপর অনেকটা মৃদু হওয়ায় সচেতনতা নেই সাধারণ মানুষের। এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেছেন, এর উপসর্গ মৃদু হলেও করোনা পরবর্তী সময়ে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে নানা রকম নেতিবাচক প্রভাব থেকে যেতে পারে।

বঙ্গবন্ধু মেডিকেলের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সায়েদুর রহমান জানিয়েছেন, ওমিক্রন সংক্রমণের প্রভাব দীর্ঘস্থায়ী হলে তা শরীরের কোন অঙ্গে কেমন প্রভাব ফেলবে তা এখনো সুনিশ্চিত হওয়া যায়নি। এ কারনে তিনি সকলকে করোনার সকল ধরন নির্বিশেষে শরীরে এর প্রবেশ যেন না ঘটতে পারে তাই সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন।

ওমিক্রন সংক্রমণের প্রভাব সম্পর্কে টিকা বিশেষজ্ঞ ডা. তাজুল ইসলাম এ বারী বলেছেন, ওমিক্রন দীর্ঘদিন স্থায়ী হলে তা পরিণত হতে পারে মারাত্মক ধরনে। যার প্রতিরোধে কোন টিকাই হয়তো কার্যকর হবে না। তিনি আরো বলেছেন, সে ক্ষেত্রে একে নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে।

অধ্যাপক সায়েদুর রহমান আরো একটি বিষয় জানিয়েছেন যে, ভাইরাসটি দীর্ঘদিন স্থায়ী হলে প্রতিনিয়ত এটি রুপ পরিবর্তন করতে পারে। অনেক সময় এই নতুন ধরন হতে পারে বিপদের কারণ। যদি এটি দীর্ঘদিন বিচিত্র ইমিউন সিস্টেম অর্থাত অনেকেই যেখানে আক্রান্ত আবার অনেকে টিকা নিয়েছে কিন্তু অনেকেই নেয়নি এমন এলাকায় থাকে যেকোনো সময় এ ভাইরাস ভয়ংকর রুপ নিতে পারে বলেও সাবধান করে দিয়েছেন তিনি।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক বার্তায় জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন প্রচুর পরিমাণে মিউটেশন হয়। এছাড়া এটিতে পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকিও থাকে অনেক বেশি।

Post a Comment

নবীনতর পূর্বতন