ফৌজদারহাটে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রামের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের সীতাকুণ্ডে অংশে প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ টিটু (৩২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় মোহাম্মদ রোহান (২২) নামে আরেক পথচারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে লিংক রোডে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট অংশে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

তিনি বলেন, টিটু ও রোহান লিংক রোডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে তাদের ধাক্কা দেয়। এতে দুইজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক মোহাম্মদ টিটুকে মৃত ঘোষণা করেন। এছাড়া রোহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। 


 

Post a Comment

নবীনতর পূর্বতন